৩৩তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ছয় হাজার ২২১ জন চিকিৎসকে কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র প্রদান করেন। মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যোগদান করা চিকিৎসকদের দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পদায়ন করা হবে। এ সময় চিকিৎসকদের সিটি করপোরেশনের বাইরে নিজ নিজ এলাকায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেয়ার জন্য অনুরোধ জানান তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ পাবলিক সার্ভিস...

